শক্ত হাতে ধরবে যে হাল
তুমি নিজে শক্ত না
মনে রেখো এদেশের কেউ
তোমার কিন্তু ভক্ত না।

ভাবছো আছে দেশ জনতা
এ কথাটা সত্যি না
উপরে উপরে ভালোবাসা
ভিত্ রে এক রত্তি না।

সু্যোগ পেলেই পল্টি মারা
আগেই ছিল অভ্যাসের
রক্তে আছে মিশ্র জাতির
দ্বিচারণে বিশ্বাসের।

বলতে পারো প্রেমিক আছে
দেশের প্রতি বিশ্বাসী
তারাই আবার পাচারকারী
তাদের কিন্তু লোভ বেশী।

খাওয়া খাইয়ি চলছে দেশে
এ কথাটা মিথ্যে না
যে যতটুক সুযোগ পাবে
সেটুক ছাড়তে ইচ্ছে না।

একটা জিনিস করতে পারো
লুটেপুটে নাও সবে
গরীব দেশের গরীব মানুষ
যেটুক থাকে তাই খাবে।