এক পা এগোলে দুই পা পিছিয়ে যাই
সামনে অসমান, খানা খন্দে ভরা
বিপত্তির উৎপাতে আছড়ে পড়া বিছানায় কাঁটার শরীর, দুরারোগ্য শোকের মতো।
সামনে অসমান, এগোতে পারি না
ছিনতাই হয়ে গেছে ভালোবাসবার মোহন অধিকার
আমার সারারাত্রি চোখের শ্রাবণ
আলোহীন বিবর্ণ কষ্টের উৎসব, বিচ্ছিন্নতা।
সবুজ সংকেতহীন অনিশ্চয়তা।
সামনে অসমান, হাতছাড়া মেধাতন্ত্র
ওরা মানে না নিয়ম কানুন শৃঙ্খল, শূন্য জ্ঞান বুদ্ধি বিবেক
ওরা বিনিময় করে পুঁতে গেলো
অমেধা
অযোগ্য
অসৎ
অকর্মণ্য
কী করে এগোবো? পেছনে উজানি টান!
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,