পায়ে পায়ে চলে গেলো সুবোধ সকাল
সুর আর ছন্দে ভরা নদী যৌবন
চলে গেলে মন দুলে চলা ক্ষণ, ফুলে ভরা বসন্ত ফাগুন।
আর কতো রক্ত রাঙা আগুনের পাশে বসে
হেসে হেসে বলবো তোমায়,স্বপ্নেরা এখনও কুমারী ফুল
এখনো রোদ জলে চৌচির হয়নি এ মন
এখনো চোখের কিনারে দেখো অথৈ নদীর কূল।
ভাসা ভাসা পদ্মের ন্যায়
আমার যেটুকু ভুল, যেটুকু অন্যায়
বিনিময়ে তার--
জীবনের দাড় বেয়ে সাহস আসুক বলবার।