এই শকুন শহর ছেড়ে একদিন গিয়েছি চলে
ফেরার ইচ্ছে নেই আর
ছড়ানো বিষময় আলো-বাতাস, করুণার পরছায়ে
বাঁচতে পারবো না বলে
সবকিছু ফেলে হেঁটে গেছি সবুজের গাঁয়

শহীদ মিনার ছুঁয়ে শপথের বানী মনে নেই
মনে করা পাপ
অভিনয়ে পাঁকাদের সবটাই জবর দখল
ওরা আজ পৃথিবীটা করেছে বাড়ি
কৃষকের শ্রমিকের মজুরের অনাহারী মানুষ হতে
লুটে নিয়ে সম্পদ করেছে কাড়িকাড়ি

শকুন শহরে যদি না পারি আর
আসবো না কোনদিন
তোমাদের জায়গা করে গেলাম চলে
পাতার বসতে না হয় করে যাবো বসবাস........