কথা ছিলো যাবো একসাথে
হলো দিন শেষে সন্ধ্যা
রাত পেরিয়ে সকাল
এলে না
আশা ছিলো মিছিলে যাবো
যাবতীয় দাবী আদায়ের
এলো না মিছিল
স্লোগানে ফাটলো না পল্টন
জিরোপয়েন্ট, গুলিস্তান।
দূর হতে জানলাম
তুমি এক অন্য মানুষ
সময়ের বড্ড অভাব
শপথেরা হেঁটে গেছে বহুদূর।
ভাবুকেরা ভাবলো না
অন্ধ এখনো ঘুম
বিবেকের জানলা-
আমরা তো পাখি নই
প্রজাপতি নই
ভিন্ন জীবন, ভিন্নতর বাঁচা
থাকলো না কথা দেয়া কথা
থাকলো কেবল বাঁচবার সংগ্রাম।
কথা ছিলো যাবো একসাথে
হেঁটে হেঁটে সুখ নদী হবো পার
রাখলে না কথা দেয়া কথা
হেঁটে গেলে আগে অন্ধকারে
মলিন সাঁঝের কালে
এতো তাড়া, এতো কী ব্যস্ততা ছিলো
পারলে না বলতেও একবার
ওপারের সুখ বুঝি খুবই আলোময়?