কতকাল সন্ধ্যা খাওয়া হয় না
বিকেল পেরিয়ে কখন সন্ধ্যা নামে, নদীর ওই পারে কুয়াশার আবছায়া ঢাকা
দেখা হয় না
শহরের হালচাল যে চোখে,সেখানে সন্ধ্যা নামে না
কেবল দুর্মূল্য, অভাব আর তৃষ্ণার্ত সন্ধ্যা গোপন কুটুরীতে আঘাত করে।
~
কখন হেমন্ত, কখন বসন্ত তাইতো পাইনা টের
বাতাসে মৃত্যুর গন্ধ, রাজপথ ঘামে আর রক্তে ভেজা
অবসর তুলে রাখা জীবন-মৃত্যুর উপত্যকায়
ছুটছি তো ছুটছি.....
~
বন্দ দরজার ওপারে গুমোট কান্না
প্রশ্ন করে লাভ নেই
বাস্তুচ্যুত বানভাসী মানুষের মত
পায়ের তলায় খুঁজতে থাকি এক চিলতে মাটি
পাইনা...
পাবো কিনা তাও জানিনা___