সেদিন চারুকলা ইনস্টিটিউটের সামনে দিয়ে
আমরা দু 'জনে হাঁটছিলাম
মনে হচ্ছিল আমাদের সাথে
শতাব্দী হেঁটে হেঁটে চলে যাচ্ছে
পার্কে, ভার্সিটি ক্যাম্পাসে
কিংবা আবদ্ধ কোনো ঠিকানায়
সজল নেত্রে অনিমেষ
(সেই যে) দু 'জনের অনুভুতি
তা কি মনে পড়ে তোমার ?
আমি তো জানতামঃ
শিল্পীর স্কেচে, ক্যানভাসে
তোমার ঐ দু 'টি চোখ
প্রতিভার অনন্যায় ঢাকা।
আমি তো জানতামঃ
পরাবর্তনের রাহুগ্রস্থ দুর্ভাবনা
দুঃখ হতাশা কেটে
তোমার হৃদয়ে ভালোবাসার পাত্রে
সুরা ভরে রাখা।
আজ তার বর্ষ পুর্তিদিন
চোখের সামনে শক্ত হাতে
শক্তিশালী বাইনোকুলার ধরেছি.......
যদি রূপসার ঘোলাজলে ভেসে ওঠে
সেই অনুভুতি
যদি জেগে ওঠে প্রতিভা
হৃদয়ের কয়েদখানায়
আমূল পুরে ফেলব তাৎক্ষণিক।
***********************