সূর্যাস্ত সামনে নয় পেছনে টানে
রাত নিয়ে আসে দুইচোখে কষ্টের আঁধার
যাবতীয় শোক
হে রাত! কী যাদুমন্ত্রে কোন মায়াজালে
আটকে রাখো ভোর !
এই ভাবে কেটে যাবে জীবনের পর
কতটাকাল কতটা বছর !

পূবের জানলা কতটা দূর !
সোনাঝরা রোদ উঁকি দিয়ে জানাবে সম্ভাষণ
অপেক্ষার প্রহর কী তাই এতোটা স্নিগ্ধ,
এতোটা মধুর ?
________________________________________
টুঙ্গিপাড়া,