ফেরেশতা এসে দাঁড়ালেও উনি বলবেন,
"এখন না, পরে এসো। সংস্কারে কাটাচ্ছি সময়
এই দেশ এই রাষ্ট্র জনতার
যাবতীয় খোলনলচে পাল্টে দেবো আমি
পাল্টে দেবো আগামীর পথচলা
আপাতত থাকো অপেক্ষায়। "

দাবীর মিছিলে জানালে সমস্যাবলী, উনি বলবেন, "আমিও বসেছি জুজুর ম্যাটিকুলাসে করে ভর
বাজাও সাইরেন___
ঈমানের সাথে লড়ে চলো_ তুফানের বিরুদ্ধে তুফান
জালিমের বিরুদ্ধে জালিম, মজলুমের বিরুদ্ধে মজলুম
ভাইয়ের বিরুদ্ধে ভাই। এ ছাড়া আপাতত আর কোন সিলেবাস নাই। "

বাঙালীর ইতিহাস থেকে বললেই উনি বলবেন,
"রিসেট দিয়েছি সব।  ইতিহাস বলে কিছু নাই। মুছে দেবো পিতৃপরিচয়, মুছে দেবো পদ্মা মেঘনা যমুনা সুরমা কুশিয়ারা, মধুমতি, কাপ্তাই
যা আছে তা নগদ, নগদের সাপ্লাই। "

এই দেশ এই মাটি এই সবুজ বৃক্ষলতা মানুষের ধার
সত্যিই আজ এক মুখোশ পরা স্বৈরাচার
মানুষ ভুলেছে আপনপর।
পাচার, লুটপাটে  গড়েও পাহাড় সম্পদ
একবিন্দু আগ্রহ কমেনি তৃষ্ণার।

ওনারে বলবো কি আর? কোন এককালে
উনিও পাবে না খুঁজে পথ, দেশ ছেঁড়ে পালাবার।