শহর খুলনার সবচেয়ে উঁচু জীবন বীমার টাওয়ার
ওর ছাদ থেকে বুঝি সোনাডাঙ্গা দেখা যায়-
যায় না দেখা__আমাদের যাপিত জীবনের মুহূর্তগুলো
যেখানে আলো আর আঁধারে মিশে গেছে যৌবনের ইতিহাস
সে ছিল এক মায়ার জগত
যেখানে আজও আমি আর তুমি হেঁটে যাই চাঁদের মায়াবী জোছনাকে সাথে নিয়ে।
দেখতে দেখতে হয়তো একদিন-
এই শরীরী দিন গুলোও কেটে যাবে আমাদের
জীবন কুয়াশা তার চাদরে ঢেকে দিয়ে বলবে, "আজ এখানে মাঝ রাত্তির, বাইরে ক্ষীণতর জোছনা বহমান
চন্দ্রভূক মেঘদল আগলে রেখেছে কালো আকাশ-
প্রবল আক্রোশে, বাইরে এসোনা। "
খুলে রেখে দরজার আগল হয়তোবা আমিই অগ্রভাগে নেমে যাবো চোখের শরীর বেয়ে
তারপর--
ওই আকাশ তখনো নীল, গাছে গাছে তখনো থাকবে পাখিদের কলতান।