চাকুরীর কোটা নিয়ে ছাত্ররা আন্দোলন করছে
এমনি করে আমরাও অনেক আন্দোলন করেছি
আমাদের বাবা কাকারাও করেছে
আন্দোলনে কী আর হয়?
শ্রম মেধা সময় খোয়াতে হয়, রক্ত ঝরাতে হয়...
এক সাগর রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছি স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি
চোর ছ্যাচড় লুটেরা হায়েনা স্বৈরাচার সব পেয়েছি
প্রকৃত স্বদেশপ্রেমিক পাইনি, ভালোবাসবার মতো ভরাট বুকের মানুষ পাইনি।
বাবা তার জীবনের যুদ্ধ শেষ করে গত হয়েছে
পরাধীন দেশ হতে মুক্ত স্বদেশ দিয়ে গেছে
বলে গেছে, দুঃখিত; পারলাম না এ দেশকে অভাব মুক্ত করতে, পারলাম না এদেশের মানুষকে সুশিক্ষা দিয়ে যেতে।
স্বদেশপ্রেম আর সহমর্মিতার বদলে এদেশ ভরে গেছে স্বার্থান্বেষী মানুষে মানুষে
অবাধ স্বাধীনতা আর বিচারহীনতায় সত্যিই দেশ আজ চলে গেছে লুটেরা আর পাচারকারীর দখলে
এ দখলমুক্ত করতে আরেকটি শক্তিশালী মুক্তিযুদ্ধ দরকার, দরকার আরেকটি বিপ্লবের , ন্যায়সঙ্গত চরম প্রতিবাদের।
কোথায় দাঁড়িয়ে আছো এমন কমরেড ?
এসো মুক্ত করো,প্রতিষ্ঠা করো ন্যায়সঙ্গত অধিকার।