শুধু কি এসেছিলাম এই পরিত্যক্ত নগরে
মানুষ নামক মানুষের কষ্ট বিলাতে?
হয়তবা তাই,
আগুনের শিখার মতো বিশুদ্ধ অভিমানে
পুড়তে পুড়তে হয়ে গেছি জীবন বারুদ।
আমি তো চিরকাল একটি দুঃখ বোঝাই জাহাজ
দিতেও এসেছি সারি সারি দুঃখের ঘর
যদি চাও তাহলে যাবতীয় সহানুভূতি রেখে,
এক সর্বহারা ভিখিরির মতো হাত পাতো--
জানো কিনা,
বাউন্ডুলে জীবনে মৃত্যুর ব্যস্ততা সবচেয়ে বেশি!
যা নেবার, এখনই নিয়ে নাও
আপাতত আছি, অচিরেই চলে যাবো।