লজ্জা হচ্ছে আজ
পাহাড় সমতল মসজিদ মন্দির শিক্ষালয়
শিশু থেকে বৃদ্ধ
ফুটপাত থেকে বঙ্গভবন
গাঁয়ের মেঠোপথ হতে শেরে বাংলা নগর
খাল বিল নদী বেদনার মনুমেন্ট
এদেশের মৃত লোক
কাউকে দিলো না ছাড়
দেবেও না আর__
রক্তের অক্ষরে হয়তবা লিখে যেতে হবে
এ দেশ এক অশান্তির কারাগার।