প্রতিশ্রুতি আর প্রত্যাশাগুলি
হিল্লি দিল্লি ঘুরে আসে ঘরের দাওয়ায়
কারো কোটের আস্তিনে হাসিফুল
কারো করতলে অনুপুঙ্খ পৃথিবী--
স্বপ্নও জাগে,
যদি বা নিশ্চিন্ত হওয়া যায় দীর্ঘসসময়।
ওদিকে চায়ের পেয়ালায় স্রোতের নদী
সর্বহারা ঢেউ
গন্তব্যহীন, অনিশ্চিত অগুনতি জীবন
হিংসায় জ্বললেও জ্বলেনা আগুন।
পূর্বাপর, আগুনের লেলিহান সাধ বুঝে গেছে
বারোমাসি চৈত্র দুপুর
বুঝে গেছে ব্যর্থদের ফেরার থাকে না পথ,
কেবলমাত্র শূন্যতা ছাড়া।
এভাবে প্রাণান্তকর না খুঁড়ে কবর
ভালোবেসে আলো হয়ে দাঁড়ালে সম্মুখে
কারো প্রতি কেউ বিদ্বেষী হবেনা অন্তত।