তুই আমাকে জোর জবরদস্তি করলি
খুলেও ফেললি
আজন্ম লুকিয়ে রাখা যতসব সুখ হেরিটেজ
অজানা রোদের তাপে বাড়িয়ে গেলি মনের উত্তাপ
হায়েনার রূপ ধরে কামড়ে দিলি অসম সময়।
তারপর বন্য হয়ে--
এই আমি ঝাপালাম কত মরু নদীজল দেহের পাহাড়
কত জোছনাকে বলি দিয়ে পাঠালাম অন্ধকারে
দায় নিতে এলি না একবারও
দায় কেউ নেয় না খেলাপি প্রেমের, অসম যুদ্ধের
সেই আমি যোদ্ধাহত,
গুনছি গুনেই চলেছি ক্রমাগত আগামীর দিন।
পাতা ঝরবার মত ঝরে ঝরে আবার যদি
ফিরে আসতো যৌবন দিন,
আবার যদি উঁকি দিয়ে যেতো পূবের দরজায়
অমন সেই জবরদস্তি সকাল
তোর যে কোন হাল হোত ভেবে কী দেখেছিস একবারো?
নষ্ট বিকেল ফিরে এলে, আমিও কী নষ্ট হতাম
যেমন করে তুইও নষ্ট হয়েছিলি ?