আশ্বিনেই জলশূন্য প্রৌড় হয়েছে নদী  
হয়তোবা একদিন পৃথিবীর সব নদী
জলহীন হয়ে যাবে
ভুলের আরশিতে উঠবে কান্নার বুদবুদ...
প্রেরণার পাল তুলে কেউ আর শোনাবে না দুঃখ ভোলানো গান
ওড়াবে না নদীর বুকে জীবিকার জয় নিশান

সভ্যতার আলো বাতাস গায়ে মেখে
প্রতিদিন বড় হয় সবই
ক্রমশ ছোট হচ্ছে শুধু  ব্যাধিপ্রস্থ পৃথিবীর
খাল নালা নদী

নির্লজ্জ মানুষের ক্রোধার্ত গ্রাসে-
একদিন হয়তোবা নদী হবে আগামীর ঘৃণার নোঙর অনাগত প্রজন্মের হবে গল্প নাটক।