কবিও নিঃসঙ্গ হয়
কবিতার ঘুমঘোরে একদিন কবিও নিঃসঙ্গ হয়
রাত জাগা পাখিও একসময় নিস্তব্ধতার সুর টানে
কোন এক অদৃশ্য সুতোর টানে যবনিকা ঘটে জীবনের সব অহমিকার
মুছে যায় স্মৃতি হতে সব মান অভিমান।
*
কবিতা কি কখনো একা একা পথ হাঁটে?
কবি নেই--
রেখে যাওয়া কবিতারা কতকাল বাঁচাবে কবি?
আমার তো জানা নেই!
*
আসরের আজও এক কবির বিদায় বেলা
শেষ হলো সব যুদ্ধ যুদ্ধ খেলা
সবশেষে পেলো মাত্র মাটি তিন মুঠো
হা ঈশ্বর!
কেন বারবার এভাবেই ভিজে ওঠে চোখ দুটো?

★ গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আড়পাড়া গ্রামের কবি কাজী এনামুল হক। এ আসরে ৭ বছর ধরে লিখছেন। ৫০০ এর ওপরে এ আসরে তার কবিতার সংখ্যা। দীর্ঘদিন তিনি প্রবাস জীবনে নিঃসঙ্গ ছিলেন। দেশে ফিরে আবৃত্তিকারর শিমুল মোস্তফার সঙ্গে বৈকণ্ঠ আবৃত্তি সংগঠনে জড়িত ছিলেন। গত রাত আড়াইটার সময় তিনি ঢাকায় ইন্তেকাল করেন।আজ দুপুরে জানাজা শেষে গ্রামের বাড়ি মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়★★

★ এ আসরে ব্রাউজ করতে গতকাল হতে সিকিউরিটি এরর দেখাচ্ছে। কারো কি এরকম হচ্ছে? এর থেকে উত্তরণই বা কীভাবে হবে?★