শুনেছি আটকে দিয়েছে পথ আর যাতায়াত
মনকে আটকাবে কে
ভেতরের মনে যার বসবাস, তাকে ছুঁই লাজুক চোখে।
যতই দূরে থাকো না কেন প্রয়োজনে উড়ে উড়ে যাবো
হোক না সে হিমালয় টপকে যাবো ঠিকই
এতটুকু বাঁধা কোন বাঁধা নয়
হৃদয়ের সাথে যদি মেশে সে হৃদয়।
শীতল বরফেও আল্পস যদি যোদ্ধা নেপোলিয়ান
বাঁধা মনে নাইবা করে
আমি তো যোদ্ধা প্রেমের, কোন সে বাঁধায় আটকাবে প্রেম? কোন সে বাঁধায় টলাবে আমার মন?
মেঘে মেঘে পত্র লিখে প্রেম যদি এগোতে পারে
টানা চোখের গভীরে ডুবে, কেন এগোবে না প্রেমের জাহাজ
জল স্রোতে ভাটির নদী যদি ক্রমশ সাগরে মেশে
প্রেমিক কেন পাবেনা তার প্রেমিকার খোঁজ।
দূর সে যত দূর হোক
ভুলে যাবো বিয়োগের ব্যথা আর শোক
তাকে ছুঁয়ে যাবো বারবার
নিশ্চয়ই আছে আমার ভালোবাসবার মোহন অধিকার।