চারদিক কথার বাজার, চলছে নানান উপাচার
পাখিরাও আজকাল খুব বেশী কূজনে আছে
আমি শুধু নীরব থাকি,
কেউ কিছু না বোঝে পাছে
ওয়ার্মআপ রাজনীতি মাঠে, পথে আর ঘাটে।
তবু ডাকছে না ইদানিং কেউ, কাউকে আর
অথচ এখন তো মানুষ দরকার
মানুষ কিন্তু চিনছে মানুষ
কে কতটা হুশ আর কতটা বেহুশ।