নিজের পিতাকে তিনি করলেন বন্দী
ভাইদেরকে হত্যা
তারপর রাষ্ট্র চালালেন একাধারে বছর পঞ্চাশ
বিধর্মী বিদ্বেষী বিরোধী যাকেই পেলেন পাঠালেন পরপারে
সংখ্যাতীত মন্দির গুড়িয়ে দিয়ে গড়লেন মসজিদ
আবার মসজিদ ভেঙ্গে মন্দির
চল্লিশ লক্ষ বর্গমাইলের ভারতের অধিপতি তিনি,
পনের কোটি মানুষের সুলতান..
ঐশ্বর্যের চরম শিখরে থাকা সেই সাম্রাজ্যের অধিপতি
জীবীকার জন্যে বুনতেন টুপি হাতে লিখতেন কোরআন
যুদ্ধের ময়দানে অজস্র তীর নিক্ষেপ কালেও নামাজে
দাঁড়ানো মানুষটি থাকতেন অক্ষত
কোরআন সুন্নাহর তাবেদারী করেও করেন নাই
ইসলামী রাজত্ব কায়েম
সম্প্রীতির বন্ধনই যুগিয়েছে পথ ইতিহাস সৃষ্টির।

এ ভূ ভারতে এসেছে গিয়েছে কতশত পীর আউলিয়া দরবেশ মারাঠি জৈন হিন্দু শিখ অগ্নিপূজক
শান্তির সহাবস্থানে কখনো হয়েছে যুদ্ধ তুমুল
কখনো দাঙ্গা দুর্ভিক্ষ জলোচ্ছ্বাস ঝঞ্ঝাবায়ু
তারপরও লোভ হতে, পাচার লুণ্ঠন হতে বাঁচিয়েছে দেশ
বাঁচিয়েছে জাতি রাষ্ট্র ধর্ম সংস্কৃতি।

কিন্তু অধুনার রাষ্ট্র রাজনীতি শোষন শাসনে শুধু
লুটপাট পাচার লোভ হিংসা আর স্বার্থের টানাটানি
মানুষের প্রতি ভালোবাসা বলে কিছু নেই
সহমর্মিতা বলে কিছু নেই, দেশপ্রেম বলেও কিছু নেই।
দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট মানুষের চিন্তা চেতনা জীবন যৌবন সহায় সম্পদ আর বেঁচে থাকা।

উত্তরণের রাস্তাটি কোনদিকে? জানা আছে?
ফিরবে না আবুবকর ওমর ওসমান আলী
ফিরবে না আর বাবর হুমায়ুন আকবর শাহাজাহান আওরঙ্গজেব
যুগে যুগে নিপীড়িত, নিপীড়নের চরম শিকার।