ডুবে গেছি পাপে আমি.. তুমি...সব্বাই......
তাইতো নেই কোন পথ__
অন্ধ হরিণের মতো উঁকি দিয়ে দেখি, আমার চোখই আমার সাথে নেই
আমার সাথে নেই আমার বিবেক আর মনুষ্যত্ব
যদি থাকতোই, তাহলে এভাবে ডেকে আনতে পারতাম না এ অশান্তির বারুদছটা
তৈরী হতে দিতাম না এ জ্বলন্ত কারাগার।
যদি চোখই থাকতো আমার অক্ষিকোটরে
যদি বিবেক আর মনুষ্যত্ব নিয়ে চলতো আমার বসবাস
তাহলে কেন এ সত্য দেখতে পেলাম না, কেন আঁকতে পারলাম না অনাবিষ্কৃত ঘৃণা?
জানি,পাপীদের প্রকৃত কোনো পথ নেই
নিয়তির পাগলা ঘোড়ার অভিশাপে পুড়ে পুড়ে নিশ্চয়ই ওরা একদিন হবে নিঃশেষ।