তুমি যদি আকাশ হতে কোন একদিন
উদারতা কাকে বলে সত্যিই বুঝে নিতে ঠিক ঠিক
যদি তুমি হিমালয় ফুল হয়ে ফুটতে কাননে কারোর
নিশ্চয়ই দরদী খুঁজে পেতে তাৎক্ষণিক।

অবেলার ডাকে বেদনার হাটে বারংবার
করলে ডুবসাঁতার
আজ কেন অশ্রুর নদী বইছে অনন্তে তোমার ?
নিয়তির বেড়া চিরদিন জেনো ঘূর্ণায়মান চক্রাকার।