এ দেশের রন্ধ্রে রন্ধ্রে খিল
সময় শুধু গতিময়
জীবন হয়ে উঠেছে জটিল, গুহার ওপাশও অন্ধকার
কঠিন হয়ে উঠেছে জীবন যাপন
চলছে হিংসার কাঁদা ছুড়াছুঁড়ি
তবুও স্মরণ করাই
কব্জা করা হাতকেও ছুটিয়ে নিতে শিখেছে মানুষ
বুঝে গেছে__
যখন নিজে কিংবা ঈশ্বর জেনে যায়-
ক্ষমতায় এক ও অদ্বিতীয় হয়ে উঠলে যে জলজ নীরবতা
তখনই, হ্যাঁ তখনই কেউ একজন বাধ্য হয়ে খুলে দেয়
অন্য এক নীল দরজা।