আগুন জ্বালাতে শেখাই ছিলো ভুল
ভুল ছিলো সভ্যতায় ফিরে আসা
সে আমার জঙ্গলই ছিলো ভালো
ভালো ছিলো প্রকৃতির সাথে যুদ্ধ করে যাওয়া
ভালো ছিলো ফুলে-ফলে পাখিদের উৎসবে
আঁধার রাত্রি পেরিয়ে আলোয় ফিরে যাওয়া
গুহাবাস আজও আমার বিস্মৃতি নয়
আমার সুখের অতীত।

ভুল হতে হতে সভ্যতার সুবর্ণ রেখায় পৌঁছেও
আমরা বুঝতে পারিনি
সকলেই আমাদের মানুষ বললেও মানুষ হতে
পারিনি প্রকৃত
অবলীলায় হত্যা করে চলেছি নিজেকে নিজেই।
___________________________________________