*
জেগে থাকি,
আলো-আঁধারির তেপায়ায় চড়ি রোজ
আমি নাই আমি আছি,
কে করে আমারে খোঁজ?
বিষণ্ণ মন, রাখি দূর দৃষ্টিতে প্রিয়জন।

আসছে ভোটের বাজার!  
"এসো এসো আমার কাছে এসো"
এখন যে প্রয়োজন।
*
সারাটা বছর দ্যাখা নাই তাতে কি
অন্তরে কেউ অন্তরতম নও
ভোটে দাঁড়িয়েছি নেতা হবো এলাকার
ভোটটা তোমার দিবা কিনা তাই কও।
*
আখেরে কিন্তু উপকার হবে বেশ
খাবিটা টিয়ার, বরাদ্দ সব খাবো
টেন্ডার আর চাঁদাবাজি, মাস্তানি
             অবশেষে খাবো দেশ।
_______________________