নেশাতুর প্রেম, তুমি কী আদৌ আছো?
নাকি অশরীরী অথবা ছায়াহীন?
তোমাকে দেখি না কোথাও--
তুমি তো জানো না, তোমার নেশায়
কত চোখ লাল হয় রোজ
কত রাত পেরিয়ে যায় নিষিদ্ধ ধোঁয়ায়।
আঁধার আলোয় রোজ হারিয়ে যায়
কত বেগতিক মন
নেশাতুর প্রেম,
বলো তুমি, কে তোমার আসল স্বজন?
অপেক্ষার পথ চেয়ে কেউ কেউ
দু'চোখ বেয়ে নামায়, সাগরের নোনা ঢেউ
কেউ হাসে কেউ কাঁদে
কেউ পড়ে প্রতারক ফাঁদে।
ওগো প্রেম, তুমি কী আদৌ আছো?
নাকি থাকো না চিরদিন। থাকো না কোথাও।