বিপ্লব এলে আমিও বিপ্লবী হই, রণসাজে সাজি

ক্ষতবিক্ষত দেশ যদি জিজ্ঞাসা করে, "কত আর ভিজাবে আমার বুক? কত-শত অঘটন হলে পরে একদিন তোমরা হবে সুবোধ বালক?"
কী জবাব দেবো আমি.....?

রক্তাক্ত আমিও একদিন দুরন্ত একুশের পাতায় পাতায় প্রেমময় ছিলাম
বাষট্টি ছেষট্টি উনসত্তরে উত্তাল ছিলাম

তারপর একাত্তর এলে ঘর হলো দুর্গ
চোখ হলো শানিত নিশানা
পরিত্রাণের মন্ত্র পড়ে ঝাঁপিয়ে পড়ি হায়েনার ওপর
মু্ক্তির শেকড়ে গেঁথে দেই ঠিকানা আমার।

তবুও আজ বারুদ চোখে রাঙায় দেশ
কেন? কেন? কেন?

মুক্তির মন্ত্রে যদি ভুল থেকে থাকে, শত্রু নিধনে যদি থাকে পক্ষপাতিত্ব
এখনো সুযোগ কি রয়েছে আমার?
তাহলে আরেকবার নিড়াবো আগাছা, আরেকবার শুদ্ধ করে নেবো স্বদেশ আমার....
নেমে এসো মূলের ঠিকানা খোঁজা দিশারি সকল
নেমে এসো___