রোজ পৃথিবীতে আমি হই ঠিকানাবিহীন
হেঁটে হেঁটে পার হই শোক
রোজ আমি মানুষের কোলাহলে নিজেকে হারাই
খুঁজে আর পাবে না আমাকে ডাকপিয়ন
কোন প্রিয়জন আত্মীয় স্বজন।
পাখিরাও ঘরে ফেরে
চিত্রিত দিনের ছবি ম্লান হয়ে গেলে
তারাও গুটি গুটি পায় ফিরে যায় ক্ষণিকালয়
আমি তো পাখি নই,
মানুষ হয়েও হতে পারিনি এমন মানুষ,
যার থাকে যোগ্য পরিচয়, আপন আলয়।
রোজ আমার থেকে আকাশ দূরে চলে যায়
চাঁদ তারা ছায়াপথ বিষাদের খানাখন্দে ভরা
রোজ দুঃখকে কাঁধে নিয়ে যাই
রোজ ভাবনাকে ভাবনার কাছে নিয়ে যাই
কতদূর ? আর কতদূর সিদরাতুলমুনতাহা?
রেখে যদি আসতে পারি, গাড়তে পারি বাস!
আহা!পাখিদেরও ঠিকানা আছে
আমার কোন ঠিকানা নেই, নেই নিজস্বতা
খুঁজি আমি, রোজ খুঁজে ফিরি
পাবো কী, পাবো না? পাই না কোন আশ্বাস।