কথিত আলোর উপমায় হেঁটে হেঁটে আর কতো দুঃখ সাঁতরাবো?
এখানে যে অন্ধকার বড়ো!
এই আমরা, অবাক শিরোনামের আলোকে বহুদিন হয় অন্ধকার ভাবতে শিখে গেছি
শিখে গেছি মন আর চৈত্রের খরা কীভাবে জমিনকে করে চৌচির, সয়ে গেছি পাখির বাসার মতো মানুষেরাও আজকাল নিরাপদ নয়_
আমি জানি, ছোট্ট মহল্লার ধূলোঝড় থেকে শুরু করে শহরের সুউচ্চ বিলাসি দালান আর তার গভীরে লুকিয়ে রাখা-
কৃত্রিম জীবন, অন্ধকার আবাস, ঝাঁঝালো গরল সুখ
সবকিছুর অন্তরালেই কেবল লোভ আর প্রতিহিংসার বাড়াবাড়ি
আকাশ ছুঁতে না পাওয়ার আক্ষেপ যে মস্তিষ্কজুড়ে
আমি তো তারও বুক চিরে দেখেছি,
সেখানেও লোভ আর হিংসা
সৃষ্টির একক উল্লাসে নৃত্যরত।
দুঃখকে আর দুঃখের কথা নাইবা হলো বলা।