মেঘ রোদের চমকে ভেজাল সন্ধ্যে নামে।
প্রজাপতি তবু দুলতে থাকে ফুল মধুর ঘ্রাণে
শয্যাশায়ী পৃথিবী দেখে লোভী দালাল
চমকে উঠে ডানহাতটা ঘষে বামহাতে।
মেডিকেলের পূর্বগেটে শেখ হাসিনার ছবি বরাবর
প্রচণ্ড জ্বরে কাঁপছে রোগী
নগদ গুনে যেতে যেতে রাত, আসছে না চিকিৎসক
শেষরাতে কাঁপুনি ঝাঁকুনি দিয়ে ট্রেন আসে বাড়ির উঠোনে
পথ দেখাবার আয়োজনে যেই হাত সাহসী ছিল
শাপলা ফুলের সাথে ভেসে যেতে যেতে
সেই হাতে পুরো রঙধনু আকাশ রাঙালো।