বহু বছরের পুরানো প্রেম ক্ষয়ে গেছে
সম্পর্কের পেরেক হয়েছে নড়বড়ে
আলগা হয়েছে বন্ধন বেড়ী
হৃদয়ের কবিতাগুলি শব্দহীন মৃত্যুর মিছিল
মুছে গেছে শিরোনাম
থেমেও যাবে কোন একদিন আবৃত্তির স্বর
কবিতার শিরোনাম
তোমাকে মনে রাখবার হয়তো কেউ ছিলো একদিন
আজ আর নেই
এই শহর জনপদ মানব কোলাহল আর অন্ধকারে
অস্পষ্ট হয়ে গেছে দৃষ্টির পথ
যতদূর চোখ যায়_ তাকালেও
তার আর ফেরবার সম্ভাবনা দেখিনা মোটেও