বৈরী আবহাওয়ার মতো দেশ জুড়ে বৈরিতা
স্বজন চেনেনা স্বজন, ভাই চেনেনা ভাই
দুঃখের বাজারে আগুন
কেয়ামতের মাঠ, উলঙ্গ নারীপুরুষ
কাউকে দ্যাখেনা কেউ, শুধু নফসি নফসি।

ভয়কাতুরে গোবর গনেশের মগজ বেয়ে
নেমে আসে হলুদ নীতি
ক্রমশ দীর্ঘশ্বাস, ঊর্ধ্ব গতি, ঊর্ধ্ব চাপ

যে দেশের চারপায়া চেয়ারে বসেছে মস্তবড় অজগর
নীল হেমলক মগজ থেকে বেরিয়ে আসে-
এটমের ছোবল, খুনের বাদল
মৃত্যুর মাদলে ভারী হয়ে ওঠে দগ্ধ জনজীবন
রাজপথে মৃতদের কফিন মিছিল।
যে দেশে সন্ধ্যার চোরা আলিগলিতে আজও
এক সমুদ্র অন্ধকার সঞ্চালিত হয়,
সে দেশের খুব বেশী অপেক্ষার প্রয়োজন নাই
রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান এক সমুদ্র মুক্তির নেশা।