ভেবেছি বহুবার-
অবশেষে সিদ্ধান্ত হলোঃ
তোমাকে মুক্তি দিয়ে দেবো
মুক্ত হবো দুঃখীদের কোলাহল হতে
গাছেদের পাতায় লিখলাম
মুক্তির মন্ত্র
মেঘেদের বুকে লিখলাম
বৃষ্টির ছাড়পত্র
নদীর জলতরঙ্গে লিখলাম
থামবার সুর
তোমাকে মুক্তি দেবো বলে
বৈশাখী ঝড়ের মুখে লিখলাম
ভাঙ্গনের তীব্র অন্ধকার
পাখিদের ডানায় লিখলাম
উড়বার প্রেমপত্র
পাহাড়ের শিলায় লিখলাম
কষ্টের প্রতিলিপি
দিগন্তের ছায়ায় লিখলাম
কৃষ্ণপক্ষের চাঁদ
তোমাকে মুক্তি দেবো বলে
আঁকলাম অশ্রুসিক্ত যুগল নয়ন
সহাস্যে বললে অতঃপর
চিরকাল বোকাই রইলে তুমি
ওই যে দেখছো নীল দিগন্তে ছুটন্ত তারা
আলো আর অন্ধকারের নীরবতা
সারি সারি বৃক্ষ, পাখির কূজন
ওখানেই মুক্তি আমার
মুক্তি আমার
চিরকাল তোমার বুকের ভেতর।