কী দেখছি?
এ্যানিমেশন? ফটোসেশন?
নাকি ইজেল জুড়ে দুঃখের ক্যানভাস?
কেউ ফুটছে, কেউ ফাটছে-
ভাবনার অন্তঃপুরে লুকিয়ে আছে,
কারো সুখের বাস অথবা সর্বনাশ।

কী দেখলাম?
হত্যা, লুণ্ঠন? ষড়যন্ত্র? অবিচার অনাচার?
সবই তো ছিলো একদিন, এখনো আছে,
থাকবেও জানি সময়ের বাঁকে বাঁকে
প্রকৃতি অকৃত্রিম অবিচল, দেখায় চোখের তারায়,
স্বপনে- জাগরণে, বাস্তবে
তবু চিরকাল শোষিত-বঞ্চিতরা,
ক্ষুধা-জ্বরা-যন্ত্রণায় আধমরা হয়ে থাকে।

কী দেখবো?
পঙ্গু, অথর্ব, নিহত আগামী?
নাকি নতুন পথের দিশা?
ভাবতেই ভালো লাগে ; যদি এমন হতো,
মানুষ নামের পৃথিবী হতে কেটে গেছে অমানিশা।
------------------------------
টুঙ্গিপাড়া,