কী মুশকিল!
ক্রমশ তলিয়ে যাচ্ছে দেশ কফিনের অন্ধকারে..
সফেদ কুয়াশায় ঢেকে গেছে চারপাশ
ভরে গেছে রাষ্ট্রের মর্গ সকল
বেওয়ারিশ হতে হতে ঠিকানা হারাচ্ছে লোক
এর থেকে ভালো ছিলো জুরাসিক কাল
সৎকার আচার বিচারহীন
এভাবে একমুখী যুদ্ধ হলে,
অহেতুক বেঁচে থেকে কী লাভ?
তার থেকে স্বাক্ষরিত হোক মৃত্যুর দলিল আবার
হয় থাকা, না হয় হোক স্বর্গ নরকবাস।