আলো নেই, ক্ষীণতর আলোয় যতটুকু দেখা যায়
বহুকাল ধরে এরকমই দেখি
মৃত নই, মৃতের মতই আঙিনার কোণে থাকি
দিনান্তে এখনো কিছু গুঁজি
কেন যে এখনো বেঁচে থাকি !!

পৃথিবীতে বহুলোক বাঁচে অনাহারে অল্পাহারে
বহুলোক মরে যায় কে তার খবর রাখে
কেউ ফেলে যায় স্মৃতি, পারেনা কেউ
মৃতরা কখনো ছায়া দিয়ে রাখেনা স্বজন
জানি না তো। আমি কারো ছায়া হই নাকি  !!!

মানুষ মানুষেরে ভালোবাসে।
ভালোবেসে চিরকাল বুকে করে রাখে, মানুষই ভালোবেসে তারে দূরে রেখে আসে।
কোনো এক আঁধারের ডাক একদিন ডাকবে জেনেও ভুলে থাকি
কেন যে এতটা জীবনেরে ভালোবাসি ??
==========================
২৮/৭/২০