রাষ্ট্রের মালিকানার টেলিটক সিম ব্যবহার করে
প্রতিমাসে দু'চারখানা চাকুরীর দরখাস্ত করি
পড়াশুনা শেষ করে সেই যে শুরু করলাম,বছর দশ বারো হলো,আজও টেনে চলি, আজও খেয়ে না খেয়ে পয়সা জোগাড় করে চাকুরীর পরীক্ষা দিতে যাই ঢাকার শহর
মন গলাতে পারিনি কোন দপ্তরের বড় কর্তার
হাসি ফোটাতে পারিনি নিজের, মা বাবা কিংবা বোনের।

এই যে কোটা কোটা করে কত জীবনের বলিদান!
কত ভাঙ্গাগড়া! কত ভাবনা বিলাস, কত বদলে ফেলা জীবন আর ভাগ্য পরম্পরা
আমার কোন পরিবর্তন নেই, আমাদের কোন পরিবর্তন হতে নেই
সৌভাগ্য নিয়ে জন্মাইনি বলে আমাদের সনদ বিফল
আমরা নিক্ষিপ্ত হই আস্তাকুঁড়ে

মনকে প্রবোধ দেই, যখন আর এজন্মে হলো না
সুখ পাখির দেখা পাওয়া, আরেক জনমে এসে দেখে নেবো তারে; চেখে নেবো দুর্নিবার আকর্ষণে

তারপরও একটা বিজ্ঞাপন ছেড়েছিলাম কিছুদিন হয়
আমি একটা চাকুরী চাই, কোন একটা কাজ
যদিও দেয়নি সাড়া কেউ
তবে এই বাংলাদেশে চাকুরীই দিয়ে গেলোএকটা মস্ত বড় ঢেউ।