দু'ভাগ করেছো স্বাধীনতা, শহীদ মিনার
বাড়িয়েছো হিংসা বিদ্বেষ সহিংসতা
টুকরো টুকরো করেছো মন

নিজস্ব কালিমায় ভাঁজ করেছো মনুমেন্ট
রঞ্জিত রক্তে শোক ও শক্তির বদলে  
তোমার ঔদ্ধত্য, অহমিকা ও দম্ভের নীচে
আটকে থাকতে চাইবে না কেউ

জানে, জনগণ মন
কার্যসিদ্ধি হলে ওপারে যাবে__ নিয়তি তোমার

শুধু শুনে রাখো,
একটিমাত্র বাঙলা শব্দে, সবকিছু ঢাকবো তোমার

"তোমাকে চাই না" -এই শরত বর্ষা হেমন্তেও
তুমি প্রতিহিংসার বরাত লিখে আনলেও
রুখে দেবে জনতার আদালত
মনে রেখো, মনে রেখো........