মোহগ্রস্ত জীবনের কাছে বারবার পাখি হয়ে উড়ি
বারবার অতীত হাতড়ে দেখি
অতীত দাঁড়িয়ে আছে অতীতের যুদ্ধের মতো
কোন সীমান্ত চোখে পড়ে না
পচনলাগা মন কোনদিকে গেছে চলে,
জানতে ইচ্ছে হলেও
আকাঙ্ক্ষা ফেরে না আর আগের মতন
আকাঙ্ক্ষারা চিরকাল খোলস পাল্টায়।
পাখি সুখ যাকে বলে
অতৃপ্তির সীমারেখা টেনে দেয়া বড্ড জরুরী জেনেও
কখনো কারো তৃষ্ণা কী মিটেছে ধরায়?
তৃষ্ণার্তও চিরকাল তৃষ্ণার্ত হতে হতে
পার হয় ক্ষয়িষ্ণু সময়।
তাই তো জীবনের কাছে বারবার
হাতড়ে দেখি অতীত আর ঘনঘোর অন্ধকার
উৎরাবো কী করে মনের স্বৈরাচার??