কোন এক বৃষ্টিভেজা দিনে
মনের কাছে দিয়েছিল সাক্ষ্য মন
তুমিও সাজাতে পারো শব্দ বাক্য উপমা অলংকারে।

জীবনকে সাজাতে গিয়ে তাই আমি এ হতভাগ্য
তোমাদের অন্তহীন সুখদিন সাজাতে সাজাতে
সাজিয়ে যাই কেবল দুঃখ, কষ্ট, বেদনা-

তবুও স্বপ্ন দেখি,
কোন ভাবনা যদি কল্যাণকর হয়
কারো বুকের অতলে পায় যদি আশ্রয়
যেখানেই থাকি অতলান্তিক শান্তি পাবো তবে।