যেই ছবিটা বুকের ভেতর যত্ন করে
অনন্তকাল রবির মতো, কবির মতো সাজিয়ে একা
ছিন্নপত্রে লিখে যেতাম হতাশ আগুন
আসবে কবে রোদের দুপুর মিঠেল ফাগুন
আসবে কবে আহ্লাদী সুখ একটুখানি চিকন হাসি
বেড়ার ফাঁকে, গাছের ফাঁকে সামান্যক্ষণ ??

হঠাৎ কেন কথার আড়ে সেই ছবিটা
হাসলো একা, গাইলো একা, ডুবল একা গহীন জলে
কইলো না সে, সইলো না সে, দেখলো না সে
হৃদের চেতন, আমার মরণ প্রেমের ফাঁসে।

সেই থেকে হায় কষ্ট জীবন! ছাদহীনতার নষ্ট জীবন
কাটাই আমি।
হঠাৎ কেন ভাসছে ছবি পরাণ মাঝে, দুঃখ কি তার আসছে তেড়ে অকুল সাঁঝে ??

আমি আছি দুঃখের সাথে সুখের সাথে কখনো নাই
কখনো নাই আনন্দেতে।
তাহার দুঃখের সাগর মাঝে রোজ খাবি নাই
রোজ যে হারাই, হারাই কীসে!

************************
রচনা ২৭/৭/২০২০