চেয়ে দেখি, মনের ভেতরে নগরে বন্দরে গাঁয়ে
আর নদী অববাহিকায়
হাজার মানুষ ঠেলাঠেলি হুড়োহুড়ি,
তবু যেন কেউ নেই খা খা শূন্য প্রান্তর-
একদিন এখানেই এঁকেছিলাম পাখিদের স্বপ্ন বিকেল
রেখেছিলাম ভরসার হাত, দিশা আর চিহ্ন হিসেবের
এখানেই মানুষের ছিল আনাগোনা, যুবক যুবতী
পড়ুয়া বৃদ্ধ বালক
আজ আর কাউকে দেখি না--
সবুজ বনানী আর দেখিনা নদীর বহতা
ফুলের পরাগে বসেনা ভ্রমর, পাখিদের কুন্তল
যান্ত্রিক নগরে মানুষ হয় গেছে যন্ত্রমানব
মনের দেয়ালে তাই আঁকছি বসে নির্জন মরু
নিঃসঙ্গ ভেলায় ভেসে কতটা আর জাগাতে পারি!
তবুও তো মন এক আতশবাজি
নিজেকে জ্বালিয়ে আনন্দ দিতে চায় খুব।