সুস্থির নদীর কাছে বহু জিজ্ঞাসায় মেলে না উত্তর
ধু ধু মাঠে নিঃসঙ্গ আমিই পোহাই রোদ
কানে বাজলেও দূর গাঁয়ে ভীরু মোরগের ডাক
সড়কের ব্যস্ত হুইসেল ফেলে
স্বেচ্ছা নির্বাসন দণ্ড হাতে
তুলে রাখি বুকের ভেতর কবিতার অক্ষর।
জানি পচনের সূত্র ধরে এই দেহ মিশে যাবে,
অবিন্যস্ত হয়ে যাবে প্রেম
হয়ত কাহারো খেরো খাতায় অথবা স্মৃতির পাতায় সামান্য হবে ঠাঁই, তারপর ঠিকানাহীন কর্পূরজলে
উড়ে যাবো নিঃসীম শূন্যতায়
আমারে রাখবে কে আর মনে!
আমার কবিতারা উজবুক মুখ বুজে সয়ে যাবে
অহল্যা সৃষ্টির সর্বশেষ হিল্যে হবে কী তাদের ?
তবুও বাড়াই হাত নির্ভেজাল কবিতার পাতায়
যদি আসে একচিলতে মনসুখ জীবনে আমার।