গীতস্বরে আগুনের স্বপ্ন বুনলেও
মুখোমুখি বসবার সুযোগ হয়নি আর
অথচ গাঢ় সবুজ কৃষ্ণচূড়া
বসন্ত এলেই জ্বলে ওঠে আজও নিয়মমাফিক
বলেও দিতে হয় না রাঙিয়ে দাও পৃথিবী আমার
আলোর উদ্ভাসনে কলস্বরে আহ্বায়িত
জ্যোৎস্নার তীব্র দহনেও পুড়ে যায় বৃষ্টি স্নাত চোখ
বুকের ভিতর ভেঙে যায় জীবনের শত কালো পাহাড়
সুখের পাশে দাঁড়িয়ে থাকে মৃত্যু
মন তবু দিক ভুলে নিতে চায় বৈকালিক রাঙা আভায়
আহা! স্বপ্নালু চোখ!
কেবল একবার বলে দাও
কালের দৌরাত্ম্যে আলোর থলিতে ভাসে
মিছে মায়া মরীচিকা আর অন্ধকার।