মেঘহীন আকাশের কান্না থামাতে গিয়ে
আমিও প্রতিদিন কান্নার জলে স্নান করে ফিরি
আমিও যে ক্রমশঃ কান্না হয়ে যাই।
(  তুমি কি বোঝনা তা   ?)
ক্ষয়িষ্ণু নিঃশ্বাসের অতলে লুকানো সুখ
বর্ষাতির নীচে থাকা লুকানো সচল সুখ
শত আব্রুর নীচে লুকানো মানসী প্রতিমার সুখ
আশার বসতি খোঁজে, খোঁজে জীবনের অন্তহীন
সময়ের বাঁক, যেখানে ক্ষণিক মিলন, ক্ষণিক শুন্যতা।

বলো তো প্রতিভা, সময়ের দাড় টেনে টেনে
মেঘহীন আকাশের কান্না কি থামানো যায় ?  
রাতের নিঃসঙ্গতায় সে কাঁদবেই
তাই বলে হাসি ঝরা আলোজ্বলা মুখের অবয়ব
হারিয়ে যায়নি ইথারে
ভোরের স্নিগ্ধতা আছে, আছে তেজালো সূর্যের ক'র।
******************************