ব্যালকনিতে ঝুলে থাকা ন্যাপথলিন
আর চোখে সুরমা পাড়ি দেয়া সন্ধ্যা
দীর্ঘ হতে হতে রাত্রি শেষ হয়
মাকড়সার জালে জড়ানো শিশিরে আটকে
থাকে ভোরের সুরুজ
নিক্তি হাতে মেপে চলা গাঁয়ের কৃষক
স্বপ্ন বোনে অলীক রঙধনুর
কখনো পূবের, কখনো পশ্চিমের
জ্যোতিহীন স্বপ্নরা তারপরও অধরা রোদ্দুর।
করিডোরে পায়চারী করা গোপন খবর
উলঙ্গ রাস্তায় হেঁটে চলে যায়
দেখবার বহুজন, বলবার কেউ নেই
নিভানো যায় না পুষে রাখা তুষের আগুন
তবু অপেক্ষারা নিয়ে আসে বাসনা অনেক
অলীক কল্পনারা সাজায় মায়াবী বাসর।