পাইনে বুঝ, জীবন কী থেমে গেছে ?
স্বপ্ন কী ক্লান্ত বিমুখ
ঘুমের ভেতরে ঘুম আসে চলে
নাকি অসুখের মধ্যে অসুখ ?
যাইনে কোথাও, মনটা কী পঙ্গুর কাছে ?
মনের ভেতরে মন উচাটন
মানুষের ভেতর মানুষের কোলাহল
নাকি দুঃখের অদ্ভুত আগমন ?
কোন আহলাদে ভুলে থাকি ?
ডাকি কাছে,
আয় চলে যতসব রাজ্যের অভাব
অলস শরীরে শরীর, নেশার ভেতরে নেশা
সব ভুলে যাই আজ, ফিরে আয় মানুষ স্বভাব !
________________________