দাঁড়িয়ে আছি!
তিরিশ বছর ধরে তাকাই পেছনের দিক
দেখি দাঁড়িয়েই আছি
সোমত্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, রাত হয়
এগিয়ে যায় মানুষের দিন
সবকিছু এগোলেও
এ দেশের গণতন্ত্রের মতো আমিও পারিনি এগোতে
আমিও হয়ে উঠতে পারিনি কামুক প্রেমিক, মাতাল ভবঘুরে কিংবা লুটেরার একজন
দাঁড়িয়েই আছি, কেবল দাঁড়িয়েই আছি।

যারা ছিলো একসাথে কেউ কেউ হেঁটেছে আগে
কেউ নেই  চলে গেছে না ফেরার দেশ
আমি তো দাঁড়িয়ে আছি
বাতাস এখনো বিদীর্ণ করে গা, সত্যের বেড়াজালে এখনো আটকে রয়েছে দুই পা
এখনো বুনোফুল হাতে নিয়ে প্রেমিক সাজি
মানুষের ভেতরে রোজ মানুষ দেখি
এখনো দাঁড়িয়ে আছি
ফেরাতে পারিনি মন,পারিনি হতে আজও লোভী মৌমাছি।