মা নেই আমার
চলে গেলো সেদিন দুপুর একটা দশে
এই জনমে মাকে আর দেখবো না জানি
শুধু তার স্মৃতিটুক ভেজাবে দুচোখ
স্বপ্নের ছায়ার মতো মা এসে মুছে যাবে শোক

আহা!  মা-হীন যে বা যিনি
কান্নায় ডুবে তার কাটে সময়টা জানি

মহাসমুদ্র হতে কূল এসে বালুখুঁড়ে কচ্ছপে
রেখে গেলে ডিম
বাচ্চা ফুটে পাড়ি দেয় অসীম সমুদ্র একদিন
ফিরে যায় আপন মায়ের কোল
যতই হোক তুখোড় হিম কল্লোল

কার কাছে যাবো আমি?

আঁচল বিছানো মা'র নেই নেই আর
কোথায় পাবো যে মায়ের গন্ধ  আবার !
=======================

★লেখাটি ১১/১২/২১ তারিখে লেখা। আর আমার মা মারা যায় ৫/১২/২১তারিখে।★