কোথাও না হলে শরীর প্রকাশ
কী করে আসবে বলো দখিনা বাতাস?
ফাগুন দেবে না আলো, শিমুল, পলাশ
বোশেখ দেবে না তবে জীবনের গান
নদীর প্রফুল্লতা
কোথাও না হলে দেখা
কী করে লিখবো বলো, আলোক লেখা
হবে না পাখির গান সারগাম শেখা
বুকের তুফান আর উঠবে না ক্ষেপে
কী করে মানতে পারি পরাধীনতা?
কোথাও না হলে ভোর
কী করে কাটবে আঁধার- দক্ষিণ দুয়ার
খুলে, দেখে নেবো আলোক নগর!
প্রেমবনে হাসবে না প্রেমিক সকল
খুলবে না প্রেমিকার খাতা।
=================